বোয়ালখালীতে আনন্দ মিছিল

কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

বোয়ালখালী প্রতিনিধি  | শুক্রবার , ১৬ মে, ২০২৫ at ৬:২২ পূর্বাহ্ণ

বোয়ালখালী কালুরঘাট সেতু এখন আর স্বপ্ন নয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস এই সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এর মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। ভিত্তি স্থাপনের পর দিন গতকাল বৃহস্পতিবার সকালে বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ ও বোয়ালখালী নাগরিক সমাজ আনন্দ মিছিলের আয়োজন করে।

সকাল ১০ টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে আনন্দ মিছিল শুরু করে সেতুর পূর্ব পাড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে পূর্ব পাড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈমের সভাপতিত্ব ও সাংবাদিক মোহাম্মদ আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কলামিস্ট সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ, ইঞ্জিনিয়ার ইকবাল, শহিদুল্লাহ চৌধুরী, এসএম সেলিম, মোহাম্মদ রফিক, হাজী আবু আকতার, আ ন ম ইলিয়াস, নুরুল আবছার, ফায়াজ মেহের, ইব্রাহিম তালুকদার, গোলাম হোসেন নান্নু, ইব্রাহিম চৌধুরী মানিক প্রমুখ।

বোয়ালখালী পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের কোটি মানুষের স্বপ্নের সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করায় বক্তারা, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, সড়ক সেতু ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ফউজুল কবির খানসহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ট্রাক উল্টে খাদে গুরুতর আহত চালক
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম কাস্টমস্‌ এজেন্টস্‌ এসোসিয়েশনের সাধারণ সভা