বোয়ালখালীতে আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে

বোয়ালখালী প্রতিনিধি | শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ২:১৮ অপরাহ্ণ

বোয়ালখালীতে ছয়টি ঘর আগুনে পুড়ে গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (৯ মার্চ) সকাল এগারোটার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড মিলন মার্কেট বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা বলেন, লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় চল্লিশ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মিলন চৌধুরীর ছেলে গণেশ চৌধুরী ও কার্তিক চৌধুরীর ঘর পুড়ে যায়। দুইজনের ছয়টি ঘর বলে জানা যায়।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় চল্লিশ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় গণেশ চৌধুরী ও কার্তিক চৌধুরীর ছয়টি ঘর পুড়ে যায়। দুই লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
পরবর্তী নিবন্ধকক্সবাজার সৈকতে হারিয়ে যাওয়া ৩ শিশুকে পরিবারের কাছে ফেরত