বোয়ালখালীতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সাধারণ সম্পাদকের তালা

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ মে, ২০২৪ at ৭:২৪ অপরাহ্ণ

বোয়ালখালীতে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা মেরে দেয়ার অভিযোগ উঠেছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার বিরুদ্ধে।

আজ (১৪ মে) মঙ্গলবার দুপুর দুইটার দিকে দলীয় কার্যালয়ে তালা মেরে দেন বলে জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল আলম বলেন, দুপুর দুইটার দিকে দোকান থেকে নতুন তালা নিয়ে এসে দলীয় কার্যালয়ে মেরে দেন সাধারণ সম্পাদক। পরে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সহযোগিতায় তালা ভেঙে ফেলি।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গতকাল দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল আমিন চৌধুরী তাঁর নির্বাচনকে ঘিরে একটি বৈঠক করেন। এতে সাধারণ সম্পাদক ক্ষিপ্ত হয়ে আজ দুপুরে এসে দলীয় কার্যালয়ে তালা মেরে দেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী বলেন, কেন বা কি কারণে তিনি তালা মেরেছে আমার জানা নেই। তবে দলীয় কার্যালয়ে সবার বসার, বৈঠক করার অধিকার আছে। আমি করেছি, তিনিও করলে সমস্যা নেই। সম্ভবত তিনি ক্ষমতা দেখাতে চাচ্ছেন। দলীয় কার্যালয়ে তালা দেয়াটা দুঃখজনক।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা আজাদীকে বলেন, এটি দলীয় কার্যালয়, কোন নির্বাচনী কার্যালয় নয়। দলের কোন অনুষ্ঠানে এটি ব্যবহার হবে। দলের সিদ্ধান্ত হলো দলীয় কোন পদবী বা কার্যালয় ব্যবহার করা যাবেনা। কিন্তু দলের কথা অমান্য করে আওয়ামী লীগের সভাপতি দলীয় কার্যালয়কে নির্বাচনি কার্যালয় হিসেবে ব্যবহার করছেন। তাই তালা মেরে দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ইয়াবাসহ যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর থানার টয়লেটের হারপিক খেয়ে আসামির আত্মহত্যার চেষ্টা