বোয়ালখালীতে অসীম ঘোষ (৩৯) নামের এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অসীম উপজেলার আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা ৮ নম্বর ওয়ার্ডের মৃত গৌরাঙ্গ ঘোষের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য পঙ্কজ চন্দ জানান, শনিবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা এ ঘটনা জানতে পারেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তার ঘর থেকে অসীমের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, অসীম ঘোষ স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছিলেন কিছু দিন। পরবর্তীতে তা ছেড়ে দিয়ে আইন পেশায় যুক্ত হন। অসীমের বাবা–মা বেঁচে নেই। তারা দুই ভাই ও এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে অনেক আগেই। ছোট ভাইয়ের মানসিক সমস্যা থাকায় এদিকে–ওদিক ঘুরে বেড়ায়। বাড়িতে অসীম একাই থাকতেন । সমপ্রতি তার বিয়ের কথাবার্তা চলছিল। অসীমের বোন রমা ঘোষ জানান, গত বৃহস্পতিবার নগরী থেকে বাড়ি আসে অসীম। এরপর গত শনিবার রাত ৮টার দিকে বাড়ির লোকজন ফোনে জানায় অসীম গলায় ফাঁস দিয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছহাব উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।