বোয়ালখালীতে অস্ত্র ঠেকিয়ে দুই গরু লুট

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অস্ত্র ঠেকিয়ে খামারের কর্মচারীকে জিম্মি করে দুটি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতরা। এ সময় ডাকাতরা পথচারীসহ চারজনকে বেধড়ক মারধর করে আহত করেছে বলে জানা যায়। আহতরা হলেন খামারের নিরাপত্তায় থাকা মো. শাহ আলম, মো. ইমরান হোসেন, পথচারী শফিক ড্রাইভার ও মুসা আলম।

গত রোববার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার পশ্চিম গোমদন্ডী আপেল আহম্মেদ টেক সংলগ্ন ইনসাফ এগ্রো নামে একটি খামারে ডাকাতদল হানা দেয় বলে জানিয়েছেন খামারের স্বত্বাধিকারী মো. মোমিন। তিনি বলেন, রাত তিনটার দিকে ডাকাত দলের দুই সদস্য সীমানা প্রাচীর টপকে খামারে প্রবেশ করে। নিরাপত্তা প্রহরী শাহ আলমকে প্রথমে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে তার হাত পা বেঁধে ফেলে। এরপর রাখাল মো. ইমরানকে জিম্মি করে এবং ডাকাত সদস্যরা চাবি নিয়ে খামারের গেটের তালা খুলে প্রায় চার লাখ টাকা মূল্যের দুটি গরু (ষাঁড়) লুট করে নিয়ে যায়। এ সময় তারা সিসিটিভি ক্যামেরাগুলোও খুলে নিয়ে যায়।

খামারে কর্মরত মো. ইমরান হোসেন বলেন, সীমানা প্রাচীর অতিক্রম ডাকাতরা খামারে ঢুকে অস্ত্রের মুখে আমাদের জিম্মি করে হাতপা, মুখ ও চোখ বেঁধে ফেলে। এরপর আরও দুইজন পথচারীকে ধরে খামারে এনে মারধর করে।

স্থানীয়রা বলেন, খামারে ডাকাত পড়ার খবরে আমরা এগিয়ে গেলে চোখে টর্চ লাইটের আলো মেরে অস্ত্র তাক করে ঘরে ঢুকে যেতে বলেন ডাকাতরা। তারা মাত্র ১০১৫ মিনিটের মধ্যে ট্রাকে করে গরু নিয়ে চলে যায়। ডাকাতরা অন্তত ১১১৫ জন ছিলো। তাদের গায়ে জ্যাকেট, পরনে প্যান্ট ও পায়ে বুট ছিলো।

বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে চলন্ত প্রাইভেটকারে আগুন
পরবর্তী নিবন্ধজুমঘরে যাওয়ার পথে সন্ত্রাসীদের গুলিতে আহত পাহাড়ি নারী