বোয়ালখালীতে অস্ত্রসহ ৪ সন্ত্রাসী আটক

বোয়ালখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৪৩ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে অস্ত্রমাদক ও বৈদেশিক মুদ্রাসহ ৪ জন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের থেকে ২টি লোকাল গান, ৩টি এ্যামোনিশন, ৫৭টি দেশীয় অস্ত্র, ৯টি মোবাইল, ৭৫০ গ্রাম গাঁজা, ২ লিটার দেশি মদ, ৪ হাজার ৭০০ দেরহাম বৈদেশিক মুদ্রা ও নগদ ৫২ হাজার ৬৭০ টাকা জব্দ করা হয়। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন মসজিদঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আসামিরা হলেন, চরণদ্বীপ এলাকার হাসু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫০), মৃত আফজাল আহম্মেদের ছেলে মো. মনজুরুল আলম (৩৭), মৃত আনু মিয়ার ছেলে মো. মুমিন হোসেন (২৪) ও মো. মুজাহিদের ছেলে মো. গ্যাস বাবুল (৫০)

বোয়ালখালী উপজেলার ক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, তারা চরণদ্বীপ ইউনিয়নে আধিপত্য বিস্তার করে আসছে দীর্ঘদিন ধরে। এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করার তথ্য রয়েছে আমাদের কাছে। এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের জনগণের মহত্ত্ব ভুলব না : ফিলিস্তিনি রাষ্ট্রদূত
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বিক্ষোভ, পাঁচ প্রতিষ্ঠান ভাঙচুর