বোনের সাথে ঝগড়া করে নিখোঁজ, লাশ মিলল খালে

বোয়ালখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার সকালে জ্যৈষ্ঠপুরা ভান্ডালজুরি খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগের দিন সন্ধ্যায় পরিবারের সাথে ঝগড়া করে ঘর থেকে বেড়িয়ে যায় সে। রাফি খরণদ্বীপ মুন্সীপাড়ার আনোয়ার আজিম মাস্টারের বাড়ির এটিএম আনসার উল্লাহর মেয়ে। সে স্যার আশুতোষ সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।
সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে ফৌজিয়া ফারিহা রাফির সাথে তার বড় বোনের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাগ করে রাফি ঘর থেকে বেড়িয়ে যায়। এদিন রাতে পরিবারের সবাই তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে। গতকাল সকালে স্থানীয় ভারাম্ভা খালের বড়ুয়া পাড়ার পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে লাশটি উদ্ধার করার পর তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়। উদ্ধারের সময় লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না বলেও জানান পুলিশ। তাদের ধারণা নদীতে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালীর থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুল-কলেজ খুলে দিতে সায় কোভিড পরামর্শক কমিটির
পরবর্তী নিবন্ধউখিয়ায় বিজিবি ও মাদক কারবারীদের গুলিবিনিময়