বোনের শ্বশুরবাড়িতে ‘মারধরে’ ভাইয়ের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে বোনের শ্বশুরবাড়ি গিয়ে হামলায় প্রাণ গেল প্রবাস ফেরত এক যুবকের। গত শুক্রবার রাতে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামনসুন্দর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহিউদ্দিন (৪০) উপজেলার ইছাখালী ইউনিয়নের মাদবারহাট এলাকার নন্দি গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে।

জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ইছাখালী এলাকার মহিউদ্দিন শুক্রবার সকাল ১০টায় ১৫ বছর পর ওমান থেকে দেশে ফেরেন। রাতে তার বোনের বাড়িতে গেলে সেখানে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। এ সময় বোন জামাই শরীফ ও তার বাবা মিছিল আহম্মেদের সঙ্গে মহিউদ্দিনের হাতাহাতি হয়। পরে এটি মারামারিতে রূপ নেয়। একপর্যায়ে মহিউদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে রাত ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহত মহিউদ্দিনের ছোট বোন সেলিনা আক্তার বলেন, অতীতে আমার ভাই আমার স্বামীকে গরু ব্যবসা করার জন্য অনেক টাকা দিয়েছেন। শুক্রবারও বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে টাকা এনে দেয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছিল আমার স্বামী। খবর পেয়ে আমার ভাই আলোচনা করার জন্য আমার স্বামীর বাড়িতে আসলে স্বামী, শ্বশুরশাশুড়ি এবং তার আত্মীয় স্বজনরা মিলে পিটিয়ে আমার ভাইকে মেরে ফেলেছে।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শরিফকে আটক করা যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধসাভারে গ্রেপ্তার ৩, দুজনের স্বীকারোক্তি
পরবর্তী নিবন্ধইংল্যান্ডের ৩৫১ টপকে অস্ট্রেলিয়ার রেকর্ড জয়