বোনের মৃত্যুর একদিন পরেই মারা গেলেন অভিনেত্রী

| শনিবার , ৯ মার্চ, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

দীর্ঘদিন ধরেই জরায়ুর ক্যান্সারে আক্রান্ত ছিলেন ভারতের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ডলি সোহি। গতকাল শুক্রবার মারা গেছেন তিনি। ৪৮ বছর বয়সী অভিনেত্রীর মৃত্যুর খবরটি সামাজিকমাধ্যমে নিশ্চিত করেছে তার পরিবার। খবর বাংলানিউজের। জানা গেছে, ডলির মৃত্যুর একদিন আগেই জন্ডিসে আক্রান্ত হয়ে মারা যান তার বোন অমনদীপ সোহি। ওই পোস্টে জানানো হয়েছে, আমাদের আদরের ডলি আজ অমৃতলোকে পাড়ি দিলো আমাদের ছেড়ে। ওর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অমদীপের মৃত্যুর পর তাদের ভাই জানিয়েছিলেন, হ্যাঁ, এটা ঠিক যে অমনদীপ আর নেই। ডলিও অন্যদিকে গুরুতর অসুস্থ অবস্থায় ইমারজেন্সিতে ভর্তি। আমরা এখনও ওর বিষয়ে চিকিৎসককে কিছুই জিজ্ঞেস করে উঠতে পারিনি। জানা যায়, তার ক্যান্সার ধরা পড়ার চিকিৎসা চলে। তখন কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শেষ রক্ষা হল না। কিছুদিন আগে ‘ঝনক’ শোতে অংশ নিয়েছিলেন ডলি। কিন্তু শরীরে ক্যান্সার থাবা বসালে তাকে সেই শো মাঝপথেই ছাড়তে হয়। কেমোথেরাপির পর তিনি এক টানা অনেকক্ষণ শুট করতে পারতেন না। ডলি সোহি হিন্দি ছোট পর্দার অন্যতম পরিচিত মুখ। তিনি প্রায় দুই দশক ধরে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধসবার দোয়া-সহযোগিতায় সুন্দর ফটিকছড়ি বিনির্মাণ করতে চাই
পরবর্তী নিবন্ধ‘রঙ্গীন উজান ভাটি’র পরিচালক শিল্পী চক্রবর্তী মারা গেছেন