বোধন আবৃত্তি স্কুলের ২৭ বছর পূর্তিতে অনলাইনে অনুষ্ঠান গত ৮ অক্টোবর আয়োজন করা হয়। বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরীর সঞ্চালনায় স্মৃতিচারণ করেন পারভেজ চৌধুরী, প্রশান্ত কুমার চক্রবর্তী ও প্রীতিশ কুমার বল। কথামালায় অংশ নেন, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি রাশেদ রউফ, ড. কুন্তল বড়ুয়া, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, অঞ্চল চৌধুরী, মাসুদ বকুল, ফারুক তাহের, মুজাহিদুল ইসলাম, বোধনের সভাপতি আব্দুল হালিম দোভাষ, সুভাষ বরণ চক্রবর্তী, সুজিত রায়, অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, সুচন্দা ঘোষ, প্রবীর পাল, জাফরিন জালাল, শিমুল নন্দী, সায়রা শাহীদ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিতালী রায়, নুসরাত রিনি, দেবলিনা চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন তৈয়বা জহির আর্শি, বেনজির বীনতে শওকত, যশস্বী বণিক, ঝলক কুমার লোভন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বোধনের সাংস্কৃতিক সম্পাদক জাভেদ হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।