চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত শুক্রবার বোধন আবৃত্তি স্কুলের বর্ণিল ৬২ ও তপস্বী ৬৩ আবর্তনের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি ছিলেন, মহিলা কলেজ, চট্টগ্রামের অধ্যক্ষ সুরাইয়া বেগম, জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সহসম্পাদক আবসার মাহফুজ। সভাপতিত্ব করেন বোধন সভাপতি সোহেল আনোয়ার। স্বাগত বক্তব্য দেন, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। অনুষ্ঠানে বড়দের বিভাগের ত্রিশজনের অধিক উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা ‘শরতের কাব্য’ বৃন্দ পরিবেশনায় অংশ নেয়। এ বৃন্দের গ্রন্থণা ও নির্দেশনায় ছিলেন সুচয়ন সেনগুপ্ত। মহড়া পরিচালনায় ছিলেন হাসিবুল ইসলাম শাকিল। শিশুবিভাগের প্রশিক্ষার্থীরা সোহেল আনোয়ারের গ্রন্থণা ও ঈশা দে নির্দেশনায় ‘দেশকে ভালোবাসো’ ও প্রখ্যাত ছড়াশিল্পী রাশেদ রউফের রচনা ‘ভালোবাসি’ শীর্ষক দুটি বৃন্দ পরিবেশনায় অংশগ্রহণ করে। বৃন্দ দুটি পরিচালনায় ছিলেন ঋত্বিকা নন্দী, সৃষ্টি ভৌমিক, অনামিকা সেন। কথামালার পরে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করে খ বিভাগের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি।