বোধন আবৃত্তি স্কুলের সমাবর্তন

| রবিবার , ২৪ আগস্ট, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ত্রয়ঃষষ্ঠিতম সমাবর্তন গত ২২ আগস্ট চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন গবেষক ও কবি কমলেশ দাশগুপ্ত। বোধন সভাপতি আবদুল হালিম দোভাষের সভাপতিত্বে আলোচনা ও সনদ বিতরণ পর্বে আরো বক্তব্য দেন, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন, সহসভাপতি শিমুল নন্দী। চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা অতিথির কাছ থেকে সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন কৈরবী চাকমা মুমু, কাকলী দে, তুষি বড়ুয়া, মেঘলা বড়ুয়া, শাওন প্রিয়া চৌধুরী, জাষ্টিন রায় অর্ঘ, মিফতাহুল জান্নাত, নবনীতা বনিক, পূজা চৌধুরী, সুতপা দে, মনিষা নাথ মুক্তা, আনুশকা আফরিন, মৃত্তিকা চৌধুরী, মুশফিকা মোকাম্মেল মৌরী, তানিমা নিজাম নিশাত, শ্যামা সুশীল, বন্যা বড়ুয়া সৃষ্টি, তাবাসসুম তামান্না, সম্পূর্ণা চৌধুরী, পুষ্পিতা সেন, রাজমনী সেন, অস্পিতা বড়ুয়া, সাবরিন মোহনা, ফাতিহা আনমুল, শামসুন মুনতাহা, রোদসী মেহেরিমা, আরাধ্য বণিক, সৃজয় চক্রবর্তী, তুনাজ্জিনা হোসেন, অনুসূয়া দাশ, অর্না পাল, অঙ্কিত বিশ্বাস, ঐশিকা নন্দী, গ্রন্থ বিশ্বাস, প্রান্ত দাশ, অনিন্দিতা চৌধুরী, হৃদিতা ধর। ঐন্দ্রিলা ঘোষের মহড়া পরিচালনায় শিক্ষার্থীবৃন্দ পরিবেশন করেন বৃন্দ প্রযোজনা ‘আষাঢ়ের অন্তরস্বর’ এবং শাওন প্রিয়া চৌধুরী, পুষ্পিতা সেন ও মুশফিকা মোকাম্মেল মৌরীর গ্রন্থনায়, অনির্বাণ বণিক ও শ্রাবন্তী দেবীর মহড়া পরিচালনায় পরিবেশিত হয় আরেকটি বৃন্দ প্রযোজনা ‘হৃদয়ে রবীন্দ্রনাথ’। এছাড়াও আবৃত্তিশিল্পী আরজু সেন শ্লোক ও সন্দীপন সেন একার নির্দেশনায় বোধন শিশু বিভাগ পরিবেশন করে কাজী নজরুল ইসলামের ‘প্রলয় শিখা’ কাব্যগ্রন্থ থেকে জাগরণ কবিতাটি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সত্যজিৎ চক্রবর্তী ও দেবলীনা চৌধুরী । সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শিল্পকলায় অমবস্যা ও কাঁদে বাংলা কাঁদে মাটি
পরবর্তী নিবন্ধগাজা যুদ্ধ নিয়ে সরকারের অবস্থানের প্রতিবাদে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ