বোধন আবৃত্তি স্কুলে বাংলাভাষার শুদ্ধতম চর্চার অঙ্গীকার নিয়ে বড়দের জন্য ৬ মাসব্যাপী ও ছোটদের ২ বছরের পূর্ণাঙ্গ আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। থাকছে– শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা–চোয়ালের ব্যায়াম ও মনোসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, ছন্দ, কবিতার ভাব ও রস, অনুষ্ঠানে উপস্থাপনা, সংবাদ পাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি–নির্মাণ ও প্রয়োগ।
এছাড়াও নতুন সংযোজন– ডিজিটাল ক্লাসরুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ ক্লাস নেবেন। শিশু বিভাগ ও বড়দের আলাদা ক্লাস পরিচালিত হবে। নতুন আবর্তনের নবীনবরণ ও ক্লাস শুরু হবে আগামী ১৪ জুলাই নগরীর চসিক মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজে। প্রেস বিজ্ঞপ্তি।












