বোধন আবৃত্তি স্কুলে বাংলাভাষার শুদ্ধতম চর্চার অঙ্গীকার নিয়ে বড়দের জন্য ৬ মাস ব্যাপী ও ছোটদের ২ বছরের পূর্ণাঙ্গ আবৃত্তি প্রশিক্ষণ কার্যক্রমে ৫৭তম আবর্তনে ভর্তি চলছে। থাকছে- শুদ্ধ উচ্চারণের তত্ত্ব ও প্রয়োগ, জিহ্বা-চোয়ালের ব্যায়াম ও মনোসংযোগ, মাইক্রোফোনের প্রায়োগিক ব্যবহার, ছন্দ, কবিতার ভাব ও রস, অনুষ্ঠানে উপস্থাপনা, সংবাদ পাঠ, শ্রুতি নাটক, আবৃত্তি-নির্মাণ ও প্রয়োগ। শেষে সনদপত্র প্রদান করা হবে। প্রশিক্ষক থাকবেন-বরেণ্য আবৃত্তিশিল্পী, নাট্যব্যক্তিত্ব, বিশিষ্ট কবি- সাহিত্যিকগণ। শিশু বিভাগ ও বড়দের আলাদা ক্লাস পরিচালিত হবে। ক্লাস শুরু আগামী ২১ জানুয়ারি সকাল ১০টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। ০১৮১৭৭১৯০১৭ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।