বোধন আবৃত্তি স্কুলের ৬০তম আবর্তনের নবীন বরণ গতকাল শুক্রবার চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন–কবি মালিক মোস্তাকিম, এডিসি শিক্ষা, জেলা প্রশাসক কার্যালয় ও
চবি নৃ–বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন, বোধনের সহসভাপতি শিমুল নন্দী। সভাপতিত্ব করেন সভাপতি আবদুল হালিম দোভাষ।
ঝলক কুমার দে ও প্রণিতা দেব চৈতির সঞ্চালনায একক আবৃত্তি করেন দেবলীনা চৌধুরী, হিমানী মজুমদার, স্মরণ ধর ও সত্যজিৎ চক্রবর্তী। বোধনের শিশু বিভাগের পরিবেশনায় একক আবৃত্তি করেন বিদ্যার্ণব দাশ, সুদীপ্ত বড়ুয়া, প্রথা দেব ও প্রকৃতি ধর। অনুষ্ঠানে অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন বলেন, বিশ্বায়নের যুগে বাংলা ভাষা যখন তার স্বকীয়তার সংকটে পড়েছে তখন বোধন ৩ যুগেরও বেশি সময় ধরে ভাষা চর্চা প্রশংসার দাবিদার। নবীন শিক্ষার্থীদের প্রতি তিনি শুদ্ধ ভাষা চর্চার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন, মাইনুল আজম চৌধুরী, নন্দিতা দাম তূর্ণা, অনিমেষ পালিত, মমি ভট্টাচার্য্য, পৃথুলা চৌধুরী, প্রিয়ন্তী বড়ুয়া, অরিত্র, সেতার রুদ্র ইশিতা, জুঁই বড়ুয়া, ফারজানা আক্তার মলি, হোসনে আরা নাজু, ঋতুপর্ণা চৌধুরী, হাবিবুর রহমান, ইলা বড়ুয়া, ফাল্গুনী আচার্য্য, অভিষেক রুদ্র রাজ প্রমুখ। বোধন আবৃত্তি স্কুলে ৬০তম আবর্তনে ভর্তি কার্যক্রম অব্যাহত থাকবে প্রতি শুক্রবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত। প্রেস বিজ্ঞপ্তি।












