বোধন আবৃত্তি পরিষদের সকাল বেলার পাখির ষষ্ঠপর্ব

| শনিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

২০১২ সাল ছিল বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের রজতজয়ন্তীর বছর। সেসময় অনেকগুলো নিয়মিত অনুষ্ঠানের সঙ্গে জুড়ে দেয়া হয়েছিল আরেকটি অনুষ্ঠান- সকাল বেলার পাখি। এই অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য হল, শিশু ও কিশোরদের একক আবৃত্তিতে মনোনিয়োগের সুযোগ ও সক্ষমতা বাড়ানো। যা নিয়মিত অংশগ্রহণের মধ্যদিয়ে অধিকাংশ শিশু-কিশোর নিজেদের তৈরি করবে একক আবৃত্তিশিল্পী হিসেবে। আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। মূলত এটাই ছিলো এ অনুষ্ঠানের চেতনাভাবনা। তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার রাতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের ফেসবুক অনলাইন পেইজে এ অনুষ্ঠানের ষষ্ঠপর্বের আয়োজন করা হয়। ইতোপূর্বে সকাল বেলার পাখির ৩টি পর্ব মঞ্চে, অন্য দুইটি করোনাকালীন সময়ে অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজোসনা বালা দাশ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শ্রেষ্ঠ জয়িতা হলেন মরিয়ম, আছমা ও শিখা