বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে রবীন্দ্রজয়ন্তী। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর এনায়েত বাজারস্থ মহিলা কলেজ চট্টগ্রামে কবিগুরুর ১৬৩তম জন্মদিন উপলক্ষে বোধন আয়োজিত রবীন্দ্রজয়ন্তী ১৪৩১’র সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী ও ঋত্বিকা নন্দী। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ।
এরপর কখনো গানে, কখনো কবিতা, কিংবা নৃত্যের সূচিতে উদযাপন করা হয় বিশ্বকবির জন্মজয়ন্তী। আবৃত্তি পরিবেশনায় অংশ নেন বোধন আবৃত্তি পরিষদের সহসভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার, লিমা চৌধুরী, শংকর প্রসাদ নাথ, শর্মিলা বড়ুয়া, ডেজী চৌধুরী, রমা দাশগুপ্ত, সুচিত্রা বৈদ্য, জলিল উল্লাহ, কলি সরকার, সেউঁতি মজুমদার, ঐশী দে, শ্রেয়সী বিশ্বাস, প্রকৃতি দাশ, মোহছেনা আক্তার, মলিনা মজুমদার, অম্লান চৌধুরী, সুহিতা দে, মেরী মিত্র, অন্তর্লীনা কর, অপ্সরা বিপ্লব জুহি, বিশাখা বড়ুয়া, তামিম আজিজ, ঋদ্ধি সুতপা, সুচিত্রা চৌধুরী, সৌম্যজিৎ মিত্র, ঐন্দ্রিলা সাহা, আদ্রিতা সাহা, লগ্ন বড়ুয়া, উদ্দীপ্ত বিশ্বাস, শুভ্রা রক্ষিত, জ্যোতি আচার্য্য, অভ্র বড়ুয়া বর্ণ, বৈশাখী বড়ুয়া।
রবীন্দ্রসংগী পরিবেশন করেন শিল্পী শান্তা সেনগুপ্তা, অভ্রনীল দাশ, মেরী মিত্র, সুহিতা দে ও পূর্ণতা বড়ুয়া।
এ সময় তবলায় সংগত করেন অর্ণব মহাজন সপ্তর্ষী, সৌম্যজিৎ মিত্র ও অম্লান চৌধুরী। নৃত্য পরিবেশনায় ছিল শিল্পী অংকিতা ভট্টাচার্য্য, পূর্ণতা বড়ুয়া, ষষ্ঠী দে দূর্গা। প্রেস বিজ্ঞপ্তি।