আগামী ২৫ নভেম্বর দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বোধনের সম্মেলন প্রস্তুতি সভা গত ৮ নভেম্বর বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়। এতে সম্মেলন উপলক্ষে সুদীপ বড়ুয়া খোকনকে আহ্বায়ক, পিউ সরকারকে সদস্য সচিব এবং রমিজ বাবুকে যুগ্ম সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়। আলোচনায় অংশ নেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ, সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুদীপ বড়ুয়া খোকন, শিমুল নন্দী, জাভেদ হোসেন, পিউ সরকার, তৈয়বা জহির আরশি, মোহিনী সংগীতা সিংহ, নিশাত আক্তার, রিমা দাশ, সন্দীপন সেন একা, তুর্ণা দাম, মৃত্তিকা চক্রবর্তী, হিমানী মজুমদার, সেতার রুদ্র, অনিমেষ পালিত, লাবন্য দেব শ্রেয়া, প্রিয়ন্তী বড়ুয়া, প্রণিতা দেব প্রমুখ। করণীয় সম্পর্কে জানতে প্রতিদিন সন্ধ্যায় চেরাগী পাহাড়স্থ বোধন কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ জাননো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।