বোধন আবৃত্তি পরিষদের আয়োজন ‘অজয় সন্ধ্যা’

| শুক্রবার , ২০ অক্টোবর, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গতকাল সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে শিশুসাহিত্যিক অজয় দাশগুপ্তর উপস্থিতিতে “অজয় সন্ধ্যা” শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ পর্ব ‘কবির সঙ্গে কিছুক্ষণ’এ অতিথি আলোচক ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। এতে অতিথি সঞ্চালক ছিলেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। এ আয়োজনে কবি অজয় দাশগুপ্তকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, কবি আসাদ মান্নান, কবি জিন্নাহ চৌধুরী। কবি অজয় দাশগুপ্ত বলেন, আমরা যখন সাহিত্য নিয়ে চর্চা করতাম, তখন আমাদের মধ্যে হাহাকার তীব্রতা ছিলো। আর তা ছিলো অনাদিকাল পর্যন্ত আমাদের ভালোবাসা।

স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম’র সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামর সভাপতি সোহেল আনোয়ার। শ্রোতারা কথা ও কবিতায় নিমগ্ন হতেই ছন্দের স্বতঃস্ফূর্ত দ্যুতি ছড়িয়ে দেয় শিশুশিল্পীরা। কবি অজয় দাশগুপ্তর কবিতার কোলাজ নিয়ে সোহেল আনোয়ারের গ্রন্থনায় ঈশা দের নির্দেশনায় দেশকে ভালোবাসো পরিবেশন করে। এর পরে ছিল বোধনের আবৃত্তিশিল্পীদের একক আবৃত্তি পরিবেশনা। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধদুর্গাপূজা উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ