বোধন আবৃত্তি পরিষদের আবৃত্তি উৎসব আগামী ৯ ও ১০ জুন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে বসবে ঢাকা, পশ্চিমবঙ্গসহ দেশের বিভিন্ন জেলার আবৃত্তিশিল্পীদের মিলনমেলা। ৯ জুন সকাল ৯.৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অতিথি থাকবেন আবৃত্তিশিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নূর আনোয়ার হোসেন (রনজু)। সভাপতিত্ব করবেন উৎসব আহ্বায়ক আবদুল হালিম দোভাষ। উৎসবে আবৃত্তি পরিবেশন করবেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আশরাফুল আলম, ডা. পার্থ প্রতিম পান, সুবীর ভট্টাচার্য, অমিতাভ কাঞ্জিলাল, জসীম উদ্দিন বকুল, মাসকুর–এ–সাত্তার কল্লোল, দেওয়ান সাইদুল হাসান, স্বপ্না দে, জয়তী চক্রবর্তী, অনন্ত হীরা, নুনা আফরোজ, আশরাফুল হাসান বাবু, মজুমদার বিপ্লব, মিলি চৌধুরী, ফারুক তাহের প্রমুখ।
প্রথমদিন বিকালে আবৃত্তিসাধক উৎপল কুণ্ডুর জীবন ও আবৃত্তি চর্চার ওপর নির্মিত তথ্যচিত্র ‘অতএব উৎপল’ প্রদর্শন করা হবে।
সমাপনী দিন সকাল ৯:৩০ টায় ‘শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যক্রমে আবৃত্তির প্রয়োজনীয়তা’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হবে। প্রবন্ধ পাঠ করবেন ড. নিমাই মন্ডল। বিকেল চারটা থেকে পরিবেশিত হবে একক, দ্বৈত ও বৃন্দ আবৃত্তি। প্রেস বিজ্ঞপ্তি।












