বোধনের ৩৭ বছর পূর্তি অনুষ্ঠান

| শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:৩০ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ১৯৮৭ সালের ৯ জানুয়ারি জলপাই রঙের শাসনামলে এ জনপদে আবৃত্তি অঙ্গনের নতুন সূর্যোদয়ে সঙ্গীন হয়েছিল। এদিন মূলতঃ কয়েকজন তরুণের বোধোদয়ে উত্থিত হয়েছিলো শুদ্ধতার এমন একটি আবৃত্তির সাংগঠনিক প্লাটফর্ম। সেই থেকে নানান চড়াই উৎরাই পেরিয়ে গত ৯ জানুয়ারি পর্যন্ত সাঁইত্রিশে প্রত্যাশার নানান শাখায় এ সংগঠনের পূর্ণতা রয়েছে ঢেরবেশি।

মুক্তিযুদ্ধের চেতনার অসামপ্রদায়িক ভাবনায় বিশ্বাসী বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম প্রতিবছর এ দিনটিকে রাঙিয়ে রাখে সময়ের পরম্পরায় নবীন প্রবীণ শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ, নানান গানের পসরা, নৃত্য ছাড়াও কবিতার শিল্পকলার সূচিতে সাজিয়ে। এবারো বোধনের মহড়া কক্ষে অনুষ্ঠিত হলো আনন্দযজ্ঞ শিরোনামে বোধনের সাঁইত্রিশ উদযাপন। শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে গত ৯ জানুয়ারি বোধনের নতুন পুরনো অনেকে উষ্ণতার পরশ বিলিয়েছে গান, কবিতা, কথা ও নৃত্য পরিবেশনায়। তথ্য ও গবেষণা সম্পাদক আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর রঙে রাঙানো পথে সঙ্গী ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল, অনুষ্ঠান সম্পাদক মৃন্ময় বিশ্বাস, আবৃত্তিশিল্পী পলি ঘোষ, লিমা চৌধুরী, প্রবাল তালুকদার, পার্থ বড়ুয়া, লিংকন বিশ্বাস, বিজয় সরকার, শুভাগত বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, শান্তা সেনগুপ্তা, ডেইজি চৌধুরী, ঈশা দে, ত্রয়ী দে, জলিল উল্লাহ, দীপাশ্রী তালুকদার, কলি সরকার, হাসিবুল ইসলাম শাকিল, শ্যামলী চৌধুরী, নেভী দে, সুহিতা দে, জুডিসিয়াস চাকমা, মলিনা মজুমদার, সুমেধা দে ঋদ্ধি প্রমুখ। তবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ নান্দনিক আয়োজনে ভিড় লেগেছিল নানান খুনসুটি, গল্পেআড্ডায় হাসির মঞ্চে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ শতাধিক মানুষ পেলেন হক-জান্নাত পরিবারের ফ্রি চিকিৎসা সেবা
পরবর্তী নিবন্ধছেলের সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শাহরুখ