বোধনের সমাবর্তন

| মঙ্গলবার , ২৯ আগস্ট, ২০২৩ at ১১:৪৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলের ঊনষষ্টিতম সমাবর্তন গত ২৭ আগস্ট জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাবর্তনে অতিথি ছিলেন বোধনের উপদেষ্টা সুবেহ্‌ খান বাসু এবং কলামিস্ট ড. মাসুম চৌধুরী। সভাপতি আব্দুল হালিম দোভাষের সভাপতিত্বে সমাবর্তনে আরো বক্তব্য দেন, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস এবং সহসভাপতি শিমুল নন্দী। অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশন করেন বিপাশা দত্ত, উম্মে কুলসুম, রোদ্দুর রায় তুনতাই, দীপা দে, শয়ন নাথ, ফাতেমা আক্তার, শাপলা রানী ধর, নাজমুল হুদা সাকিব, সঞ্চিতা তালুকদার, রুমকি চৌধুরী, নয়ন ধর, উর্মিলা চক্রবর্তী, প্রীতম চৌধুরী, কনিকা চক্রবর্তী, অনুরূপা বড়ুয়া, অভিষেক বড়ুয়া, তৃষ্ণা দাশ, লিটন চৌধুরী, মো. সাইফুল ইসলাম, কথিকা বড়ুয়া, সুনির্মল দাশ, পৃথ্বীশা বড়ুয়া, প্রান্ত চৌধুরী, পাপড়ি নাহা, সায়ন্তী পাল, অবন্তিকা দে, পৃথ্বীশ সেন, অর্কদীপ সেনগুপ্ত, অন্বেষা ব্যানার্জী, শ্রীজিত ভৌমিক, সোমেশ সেনগুপ্ত, শ্রেয়াস শাশ্বত পাল, তনুশ্রী ধর, আদৃতা ঘোষ। ‘খ’ বিভাগের শিক্ষার্থীরা কবি উৎপল কান্তি বড়ুয়ার রচনায় ও মাইনুল আজম চৌধুরীর নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শোনো মুজিবুর’ এবং শিশু বিভাগের শিক্ষার্থীরা ইতু সাহার গ্রন্থনায়, যশস্বী বণিক ও ইতু সাহার নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘বঙ্গবন্ধু ও অতঃপর বাংলাদেশ’ পরিবেশন করে। সঞ্চালনায় ছিলেন জয়শ্রী মজুমদার জয়া ও মৃত্তিকা চক্রবর্তী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাভেদ হোসেন ও মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘উইমেন অব ইন্সপিরেশন’ সম্মাননা পেলেন তিশা
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ান ফ্রাঞ্জাইজি লিগ বিগ ব্যাশ ড্রাফটে তাইজুল-রিপন-জাহানারা