বোধনের বিজয়ের প্রাক মুহূর্ত উদযাপন

| বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৯:৪১ পূর্বাহ্ণ

নগরীর জামালখান মোড়ে ডা. খাস্তগীর স্কুলের সামনে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে বাংলাদেশের পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষ্যে বিজয়ের প্রাক মুহুর্ত উদযাপন অনুষ্ঠিত হয়। শুরুতে ছিল বাংলাদেশের বিজয়ে প্রদীপ প্রজ্বালন পর্ব। এছাড়া স্বাধীনতাবিরোধীদের আস্ফালনকে ধিক্কার জানিয়ে মুক্তিযুদ্ধকালীন তাদের ঘৃণিত কর্মকাণ্ড ও প্রত্যক্ষ ঘটনাবলী সংক্ষিপ্তভাবে তুলে ধরেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মিয়া। সঞ্জয় পালের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, বোধন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। এতে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন অন্বেষা শিবা ও ঋতু সাহা। এবারের আয়োজন ‘ভাস্কর্যবিরোধী-সংস্কৃতিবিরোধী মৌলবাদী-সামপ্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াও বাংলাদেশ’ শিরোনামে কখনো দেশপ্রেম সংগীত কখনো কবিতায় বাংলাদেশের বিজয় মুহুর্ত উদযাপন করা হয়। করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত পরিসরে সল্পসময়ে আয়োজন করা হয়। একক আবৃত্তি পরিবেশন করেন আবৃৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, জসিম উদ্দিন, উর্মি দেবী, শ্রেয়সী স্রোতস্বিনী, বৃষ্টি বৈদ্য, ঈশা দে, সুচিত্রা বৈদ্য, অংকিতা ভট্টাচার্য্য ও রাজদ্বীপ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅন্যায়ের বিরুদ্ধে অবিচল ছিলেন মহিউদ্দিন চৌধুরী
পরবর্তী নিবন্ধআনোয়ারায় মুক্তিযোদ্ধা রুস্তম আলীর নামে সড়কের নামকরণ