বোধনের নবীনবরণ

| শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১২:৩২ অপরাহ্ণ

নগরীর এনায়েতবাজার মহিলা কলেজ চট্টগ্রামে পরিচালিত বোধন আবৃত্তি স্কুলের বিভিন্ন বয়সী নবীন প্রশিক্ষণার্থীদের পদচারণা ছিল মেঘেরডাকে বৃষ্টি মুখর আবহে। নবীনবরণে অতিথি ছিলেন সংগীত ভবনের অধ্যক্ষ রবীন্দ্রসংগীত শিল্পী কাবেরী সেনগুপ্তা। কথামালা পর্বে সভাপতিত্ব করেন বোধন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। স্বাগত বক্তব্য দেন, প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল। এসময় উপস্থিত ছিলেন সুবর্ণা চৌধুরী, বিপ্লব কুমার শীল, মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঁইয়া, শর্মিলা বড়ুয়া, জসিম উদ্দিন, শ্রাবণী বড়ুয়া, সাজ্জাদ হোসেন প্রমুখ। এতে নবীন প্রশিক্ষণার্থীরা পরখ করেন তপস্বী ৬৩ আবর্তনের প্রশিক্ষণার্থী অয়ন্তি দাশ ও রাত্রি দের সঞ্চালনায় একক আবৃত্তি পরিবেশনা। সুচয়ন সেনগুপ্ত, শংকর প্রসাদ নাথ, মলিনা মজুমদার, হাসিবুল ইসলাম শাকিল, অপ্সরা বিপ্লব জুহি, আতাউল হক নীরব, অস্মিতা সেন, ঐত্রী মজুমদার, ঋত্বিকা খাস্তগীর আবৃত্তির নানান ছন্দের কবিতার পংক্তি নবীনদের আলোড়িত করে। আমন্ত্রিত অতিথি নবীন প্রশিক্ষণার্থীদের পরিচয়পত্র, পাণ্ডুলিপি, ডায়েরি ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। উল্লেখ, প্রতি শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত আগ্রহীরা সৃষ্টিশীল ৬৪ আবর্তনে ভর্তি হতে পারবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমার ঘোষণা দিলেন শাকিব খান
পরবর্তী নিবন্ধবিশ্বের প্রথম নারী পারমাণবিক আইসব্রেকার ক্যাপ্টেন নিয়োগ দিল রাশিয়া