বোধনের জাগো সুন্দর

| মঙ্গলবার , ২৫ নভেম্বর, ২০২৫ at ৮:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে গত ২১ নভেম্বর বোধনের সৃষ্টিশীল ৬৪ আবর্তনের জাগো সুন্দর অনুষ্ঠিত হয়েছে। জাগো সুন্দরে মূল্যায়নে বিচারক ছিলেন ইসমাইল চৌধুরী সোহেল। স্বাগত বক্তব্য দেন, বোধনের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। সঞ্চালনায় ছিলেন ঋত্বিকা নন্দী ও হাসিবুল ইসলাম শাকিল। কবিতার চর্চায় আলোর বুননের গল্প ও কবিতা শোনান বোধনের সহ সভাপতি সুবর্ণা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, সংগীতা কর চৌধুরী, শুভ রক্ষিত, পল্লব গুপ্ত, সাজ্জাদ চৌধুরী, শর্মিলা বড়ুয়া, শংকর প্রসাদ নাথ, শ্রাবণী বড়ুয়া, ত্রয়ী দে প্রমুখ। আয়োজনের সমন্বয়ে ছিলেন সুচয়ন সেনগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রুনাইয়ের জালে এবার বাংলাদেশের ৮ গোল
পরবর্তী নিবন্ধআজ শেষ দিনে প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের রাজারাণী