বোধনের অনির্বাণ ৬১ আবর্তনের শিক্ষার্থীরা ‘জাগো সুন্দর’ আয়োজন করেছে নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে গত ১৭ মে। এই আবর্তনের শিক্ষার্থী সুমন কান্তি দাশ, ঐন্দ্রিলা সাহা, প্রকৃতি দাশ, আদ্রিতা সাহা, সুচিত্রা চৌধুরী, বিশাখা বড়ুয়া, মোহছেনা মিনা, লগ্ন বড়ুয়া, তামিম আজিজ, ঋদ্ধি সুতপা, সম্পা দে জয়া, সৌম্যজিৎ মিত্র, সুহিতা দে, শ্রেয়সী বিশ্বাস প্রমুখ। মুলতঃ ‘জাগো সুন্দর’ শীর্ষকে ‘সুন্দর’ হলো ভেতরের চেতনা, অসামপ্রদায়িকতা, শিল্পীসত্তা, সৃজনশীলতা ও বোধের শুদ্ধ পরিচর্যা।
এরই ধারাবাহিকতায় এবারো প্রত্যেক নবীন শিল্পীর ভেতর জেগে উঠবার প্রত্যয়ে অন্তর্নিহিত এই মৌন সৌন্দর্যের নান্দনিক প্রয়োগ প্রচেষ্টাকে মঞ্চে তুলে ধরেন ৬১ আবর্তনের শিক্ষার্থীরা। এতে অভিমতব্যক্ত করেন সুবর্ণা চৌধুরী, ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, সঞ্জয় পাল, বিপ্লব কুমার শীল, সাজেদুল আনোয়ার, কাবেরী আইচ, সাজ্জাদ হোসেন, শর্মিলা বড়ুয়া, রমা দাশগুপ্তা, লিটন বড়ুয়া।
পরে একক আবৃত্তি পরিবেশন করেন পলি ঘোষ, লিমা চৌধুরী, জসিম উদ্দিন, সুচিত্রা বৈদ্য, জলিল উল্লাহ, মেরী মিত্র প্রমুখ। সঞ্চালনায় ছিলেন অর্ণব মহাজন সপ্তর্ষী, ঋত্বিকা নন্দী ও অংকিতা ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।