বোধনের জাগো সুন্দর

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:৪১ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলের চলমান ৫৮তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি অনুষ্ঠান জাগো সুন্দর নগরীর থিয়েটার ইন্সটিটিউট গ্যালারি হলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদেরকে মঞ্চে সাবলীল আবৃত্তি পরিবেশন ও উপস্থাপনায় অভ্যস্ত করার জন্যে তাদেরকে একটি সুন্দর আনুষ্ঠানিক পরিসরে যুক্ত করা হয়ে থাকে।

শুরুতে মাইক্রোফোন ব্যবহারের উপর ক্লাস নেন আবৃত্তিশিল্পী জাভেদ হোসেন। আয়োজনে ছোটদের বিভাগের আবৃত্তি পরিবেশন করেন মোহাম্মদ আইদিন মারজুক, সৌম্য চৌধুরী, সাফওয়ান তাজ, তাসমিয়া সুলতানা, রোদেলা সাহা, ওয়াসফিয়া আয়েশা, নিধি চৌধুরী, কৌশিকী ভট্টাচার্য, পূজন চৌধুরী, সোহম চক্রবর্তী, রায়ান দাশ, দিয়ানা মেহজাবিন, দেবলিনা দাশ, সৌম্য পাল চৌধুরী, সৃঞ্জয় দে, অর্ঘ্য চৌধুরী, সৌরত্তমা দে, প্রণয় দাশ, জয়িষ্ণু মজুমদার, জিষ্ণু মজুমদার প্রমুখ।

৫৭ তম আবর্তনের বড়দের বিভাগের আবৃত্তি পরিবেশন করে প্রীতি চৌধুরী, রুহী মালিহা আফরীন, রবিউল হোসেন, প্রিয়া সেন গুপ্তা, নিখিলা, শারমিন তুলি, পূর্ণতা বড়ুয়া, নাসরিন ফারজানা, অর্পিতা দাশ, তাহিয়াত তাছনিয়া, হাবিবুর রহমান, দুর্জয় ভৌমিক, জেসমিন আক্তার, ইসফার তাসনিয়া, দীপা রুদ্র, অদিতি বিশ্বাস, নবনীতা বড়ুয়া, ইলা বড়ুয়া, ওমর ফারুক চৌধুরী, উর্বশী মজুমদার, ইসরাত তাসনিম, সাগর সরকার, মোহাম্মদ আব্দুর রহিম, ফাল্গুনী আচার্য্য, রিমি দত্ত, মুহাম্মদ শহীদ, তৃষ্ণা দাশ, পূর্বা বড়ুয়া, নিপা দাশ, মৌমিতা বড়ুয়া, সুস্মিতা বড়ুয়া প্রমুখ। এছাড়া আবৃত্তি পরিবেশন করেন সুচন্দা ঘোষ চৌধুরী, সুতপা মজুমদার, মৃত্তিকা চক্রবর্তী এবং শিমলা চক্রবর্তী। সার্বিক অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা করেন বোধনের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, সহ সভাপতি শিমুল নন্দী এবং অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন। সঞ্চালনায় ছিলেন নবীন শিক্ষার্থী সাগর সরকার, উর্বশী মজুমদার, ফাল্গুনী আচার্য্য, মৌমিতা বড়ুয়া, ইলা বড়ুয়া এবং মোহাম্মদ মুস্তাফিজ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা
পরবর্তী নিবন্ধস্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেলেন জিকো বড়ুয়া