বোধনের জাগাও প্রাণের সুপ্ত শক্তি

| রবিবার , ৬ আগস্ট, ২০২৩ at ১১:০৫ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে গত ৪ আগস্ট ‘জাগাও প্রাণের সুপ্তশক্তি’র ৪৭তম পর্ব জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সুতপা মজুমদারের সঞ্চালনায় আবৃত্তি পরিবেশন করেন স্বনন ঢাকার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ও স্বদেশ সভাপতি মোহাম্মদ সেলিম ভূঁইয়া এবং শাওন ইসলাম, রনি চৌধুরী, নন্দিতা দাম তুর্ণা, হোসনে আরা নাজু। আবহ সঙ্গীতে ছিলেন সন্দীপন সেন একা। অনুষ্ঠানে ছয় আবৃত্তিশিল্পীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বোধন সভাপতি আবদুল হালিম দোভাষ, কবি উৎপল কান্তি বড়ুয়া, অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, সহসভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাস, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের এবং বোধনের অনুষ্ঠান সম্পাদক জাভেদ হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহসাধারণ সম্পাদক মাইনুল আজম চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল
পরবর্তী নিবন্ধসিএমপি ট্রাফিক দক্ষিণের সভায় টিআই ও সার্জেন্টরা পুরস্কৃত