‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪০তম পর্বের আবৃত্তিসন্ধ্যা গতকাল সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দার। তিনি বলেন, প্রতিশ্রুতিশীল বা প্রতিভাবান যাই বলি না কেন, আজকাল বৃন্দ আবৃত্তি যেভাবে বেড়েছে সেভাবে একক আবৃত্তিশিল্পী বাড়ছে না। বোধন অনেকদিন ধরে এ শিল্পে কাজ করছে। আজকে নাটকের ওয়ার্কশপে বলেছি বেশি বেশি করে আবৃত্তি শুনতে, দেখতে ও আবৃত্তি করতে। কারণ আবৃত্তিতে কবিতার যে ফিলিংস তা একজন আবৃত্তিশিল্পী কিভাবে বলছে তা একজন নাটকের শিল্পীদের জন্য জরুরি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। সঞ্চালনা করেন আবৃত্তিশিল্পী গৌতম চৌধুরী। এতে বোধনের আবৃত্তিশিল্পী বীথিকা বসাক, বিজয় শংকর বড়ুয়া, চৌধুরী শর্মিলা বড়ুয়া, ঊর্মি দেবী ও সাজ্জাদ হোসেন আবৃত্তি পরিবেশন করেন। প্রেস বিজ্ঞপ্তি।