বোধনের চার দশকে পদার্পণ

| রবিবার , ১১ জানুয়ারি, ২০২৬ at ১২:৩৫ অপরাহ্ণ

অজর অমর অক্ষয়’ শিরোনামে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, কথামালা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বোধনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বোধন সভাপতি অ্যাডভোকেট নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে ও সহসভাপতি জাভেদ হোসেনের উপস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রামের আর্ট গ্যালারি হলে গত ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন, নাট্যজন শিশির দত্ত, শিক্ষাবিদ লিলি বড়ুয়া, নাট্য নির্দেশক অলক ঘোষ পিন্টু, প্রতিষ্ঠাকালীন সদস্য অঞ্চল চৌধুরী, প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট বিশ্বজিত দাশ ভুলু, কবি আশীষ সেন, শিল্পী দীপেন চৌধুরী, কবি আকতার হোসাইন, খেলাঘরের প্রকৌশলী রথীন সেন, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, শিল্পী নূর নবী মিরন, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ, সজল চৌধুরী, বিশ্বজিৎ তলাপাত্র, ছড়াকার লিটন কুমার চৌধুরী, গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ্‌ আলম, নাট্যজন মোহাম্মদ আলী টিটো, নাট্যজন আবদুল হাদি, নাট্যজন সেলিম আকতার পিয়াল, অভিনেতা রফিউল হায়দার রুবেল, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক ড. মাছুম আহমেদ, অধ্যাপক নাট্যজন সুবীর মহাজন, লেখক সুশান্ত পাল, গবেষক অধ্যাপক ড. আদনান মান্নান, অধ্যাপক সিন্টু কুমার চৌধুরী, সম্মিলিত আবৃত্তি জোটের সভাপতি ফারুক তাহের, প্রকৌশলী বনকুসুম বড়ুয়া, সংগীতশিল্পী কান্তা দে, ছড়াকার বিভাষ গুহ, ছড়াকার বিপ্লব বড়ুয়া, সংগঠক বিপ্লব পার্থ, সেলিম রেজা সাগর, সুপ্রিয়া চৌধুরী। উপহার ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে উদীচী, দৃষ্টি, উচ্চারক, তারুণ্যের উচ্ছ্বাস, কণ্ঠনীড়, চট্টলা আবৃত্তি সংসদ, শ্রুতিনন্দন সংগীত নিকেতন।

আবৃত্তি ও সঙ্গীত পরিবেশনায় ছিলেন বিশ্বজিৎ দাশ ভুলু, আনমোল চৌধুরী, শুভশ্রী মেধা, সন্দীপন সেন একা, শাওন ইসলাম, সিমলা চৌধুরী, প্রণিতা দেব চৈতী, দেবলীনা চৌধুরী, তাবাসসুম তামান্না তুষি, নুসরাত রিনি। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন সুচন্দা ঘোষ চৌধুরী, পিউ সরকার ও ফাহমিদা এলাহী পলি। কাজী নজরুল ইসলামের গজল পরিবেশন করেন সঙ্গীতশিল্পী গৌরি নন্দী। রমিতা ভৌমিকের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশন করে পদ্ম নৃত্যালয়। জাদু পরিবেশন করেন রাজবীর সব্যসাচী আকাশ। সন্দীপন সেন একার গ্রন্থনা ও নির্দেশনায় বৃন্দ আবৃত্তি ‘শিশুর ভাবনায় পৃথিবী’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীরা, যা পরিচালনা করেন প্রিয়ন্তী বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের অহংকার, একে রক্ষা করা সবার দায়িত্ব
পরবর্তী নিবন্ধমহিলা দলকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে