বোধনের কবিতায় শোকগাথা

| বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষে বোধন আবৃত্তি পরিষদের আয়োজনে ‘কবিতায় শোকগাথা’ অনুষ্ঠান গত ১৫ আগস্ট সন্ধ্যায় চেরাগি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আয়োজনে ছিল প্রদীপ প্রজ্বালন, কথামালা, আবৃত্তি এবং কবিকণ্ঠে কবিতা পাঠ। অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাসের সভাপতিত্বে এবং প্রণব চৌধুরীর পরিচালনায় কথামালায় অংশ নেন অ্যাড. ইব্রাহীম হোসেন বাবুল, পিনাকী দাশ, দেওয়ান মাকসুদ, কাউন্সিলর আবুল হাসনাত বেলাল। কবিতা পাঠ করেন আমন্ত্রিত কবি বিদ্যুৎ দাশ, শাহীন মাহমুদ ও আলী প্রয়াস।
আবৃত্তি পরিবেশন করেন-জাভেদ হোসেন, পৃথুলা চৌধুরী, লাভলী আক্তার নিশাত, মৃত্তিকা চক্রবর্ত্তী, হৈমন্তী তালুকদার, অঙ্কিতা চৌধুরী, প্রণিতা দেব চৈতী, মিথিলা দাশ, প্রনিধি মজুমদার, শামরীন আহমেদ, নাফিম আহমেদ, রোদসী মেহেরিমা, নিপা চৌধুরী, সুপ্রিয় কুমার বড়ুয়া, মৃত্তিকা সেন গুপ্তা, সমৃদ্ধি দাশ, হোসনে আরা নাজু, অনিন্দিতা চৌধুরী, সত্যজিৎ ভৌমিক, প্রাপ্য দাশ বর্ণ, হামিমা জামিল রুমা, সৈয়দ মুমতাহিন সালাম সিনান, আদ্রিতা বড়ুয়া প্রজ্ঞা, দীপ্তর্ষি সেন গুপ্তা, তূর্ণা দাম, উর্মি চৌধুরী, অর্চি দত্ত, আরিসা আফসান, যেবা সামিহা, অনুরাগ সরকার, যারীন সুবাহ, যাওয়াদ-আল-আহনাফ, জিকো সরকার এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পী অনির্বাণ চৌধুরী, সেলিম ভূঁইয়া, স্নিগ্ধা বড়ুয়া, রত্না চৌধুরী এবং মো. হামিদ উদ্দীন। সমাপনী বক্তব্য দেন, আবদুল হালিম দোভাষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজ্ঞা পারমিতা সেনগুপ্তা এবং ঝলক কুমার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাইনুল আজম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসা শুরুর আগে প্রয়োজন সঠিক পরিকল্পনা
পরবর্তী নিবন্ধসিআইইউর ইঞ্জিনিয়ারিং ফেস্ট