বোধনের ঊনচল্লিশ বছরে পর্দাপণ উপলক্ষে গতকাল বুধবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয় ‘সকাল বেলার পাখি’ শিরোনামে শিশুদের আবৃত্তি অনুষ্ঠানের। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এস আবদুল আজিজের সভাপতিতত্বে শুরুতে কথামালায় অংশ নেন শিশু সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ এবং নাট্য ব্যক্তিত্ব সনজীব বড়ুয়া।
এসময় বক্তারা, সকাল বেলার পাখি–শিরোনামের এই অনুষ্ঠান শিশু ও কিশোরদের একক আবৃত্তিতে সুযোগ ও সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। কথামালা শেষে রাশেদ রউফ রচিত বৃন্দ আবৃত্তি ‘ভালোবাসি’ পরিবেশন করে বোধনের শিশু বিভাগের আবৃত্তিশিল্পীরা। নিদের্শনায় ছিলেন সঞ্জয় পাল ও পলি ঘোষ। পরে একক আবৃত্তিতে অংশ নেন অম্লান চৌধুরী, শুভ্রনীল বড়ুয়া, অনির্বাণ বড়ুয়া, প্রান্তিক আচার্য, অস্মিতা সেন, অদ্রিজা ধর, অপ্সরা বিপ্লব জুহি, সুহৃদ বর্ধন, অনুদ্বীপ নাথ, অন্তর্লীনা কর, ত্রয়ী বিশ্বাস, মানহা নূর মাহমুদ, নির্ঝর বড়ুয়া সোপাক, সুমিত্র বড়ুয়া প্রত্যয়, অরিত্রী সাহা, ঐন্দ্রিলা মুহুরী, তাসনুভা ইসলাম ওহী, প্রত্যুষ বড়ুয়া ঋদ্ধ, ঈশান মজুমদার, অর্জয়িতা নন্দী ঘুড়ি, রাজন্য ঘোষ, সুদীপ্ত দাশ, অরুণাভ রুদ্র, দিয়াড়া আইচ, স্বস্তিক বড়ুয়া, সৌপ্তিক বড়ুয়া, আফিয়া আনজুম, উদ্দীপ্তা বিশ্বাস, শাওমিক আজমাইন, কীর্তিমান চৌধুরী, মোহাম্মদ সাফওয়ান, উম্মে তাবাসসুম ইনায়া, প্রত্যুষ বিশ্বাস, আয়ুশ দাশগুপ্ত, অন্বেষা দাশ, আকিব উল আলম চৌধুরী, অনিরুদ্ধ কর্মকার, প্রজ্ঞা বড়ুয়া, অনাময় শ্রীনন চৌধুরী, আদৃতা দত্ত, সামিরা নাহিয়ান, মুহাম্মদ বিন আব্দুল কায়ান চাঁদ, দেবজানি দেবী, মাহাত্মা ই মুক্তি হেমা, প্রাচুর্য বড়ুয়া, তুষিতা বড়ুয়া, ত্রিপর্ণা বড়ুয়া, সিদরাতুল মুনতাহা তোয়া, সোয়াদ সাদমান আলম, তানিশ ওয়াসিফ, মোহর বিশ্বাস, প্রজ্ঞা আচার্য্য, প্রাচী বড়ুয়া। একক ও বৃন্দ আবৃত্তির ফাঁকে বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কথামালায় অংশ নেন চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবৃত্তিশিল্পী অনুপম শীল ও অংকিতা ভট্টাচার্য। প্রেস বিজ্ঞপ্তি।