বোধনের আয়োজনে ‘রিটন সন্ধ্যা’

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সংস্কৃতিপ্রেমীরা ছড়ার জাদুকর লুৎফর রহমান রিটনের উপস্থিতিতে অনন্য এক আবৃত্তি সন্ধ্যা উপভোগ করেছে। সেই মাহেন্দ্রক্ষণ এনে দিয়েছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ‘রিটন সন্ধ্যা’র মধ্য দিয়ে। নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে এতে চট্টগ্রামের ছড়াকারের প্রাণের সম্মিলন হয়েছে।

কবির উপস্থিতিতে তাঁর কবিতার আবৃত্তি’ বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের নিয়মিত আয়োজনে ‘কিছুক্ষণ রিটন’ শীর্ষক বিশেষ আড্ডার পর্ব বেশ জমজমাট। এতে অতিথি সঞ্চালক ছিলেন শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। আরেক অতিথি আলোচক ছিলেন বিশিষ্ট ছড়াকার রোমেন রায়হান। বিশেষ পর্বে লুৎফর রহমান রিটনকে বোধন উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানানো হয়। একক ও বৃন্দ পরিবেশনায় প্রায় আড়াইঘন্টাব্যাপী এ আয়োজনে শিশুশিল্পীদের মধ্যে ছিলেন মুসাররাত যারা, অরিত্র দাশগুপ্ত, তাসনুভা ইসলাম ওহি, সনম নন্দী, শামসুল আদনান চৌধুরী, ইরাধিকা বিশ্বাস, প্রাজ্ঞ রায় চৌধুরী, অদ্রিজা ধর গল্প, রাজন্য ঘোষ, ত্রয়ী বিশ্বাস, অরিজিৎ দাশগুপ্ত, অংকিতা চৌধুরী, সিদরাতুল মুনতাহা, ঐন্দ্রিলা মুহুরী, অরুন্ধুতী দাশ, সোয়াদ সাদমান আলম, মোহর বিশ্বাস, আরাত্রিকা চৌধুরী মোঃ বিন আব্দুল কায়াম চাঁদ, অম্লান চৌধুরী, সৌম্যজিৎ মিত্র, চিন্ময় চৌধুরী, অনুদীপ নাথ, বিশ্বরূপ দাশ, অপ্সরা বিপ্লব জুহি, অনিরুদ্ধ দাশ, অন্তর্লীনা কর, উদ্দীপ্ত দাশ, অনুনাভ রুদ্র, শ্রেষ্ঠ বিশ্বাস, অগ্র বড়ুয়া বর্ণ, স্বাগতা চাচক্রবর্তী ত্রয়ী, পূর্ণতা চক্রবর্তী, প্রজ্ঞা বড়ুয়া, কৌশিকী চৌধুরী, ঋত্বিকা খাস্তগীর, রাসর্ষি চৌধুরী, অর্জরিতা নন্দী, প্রেক্ষা দাশ, উম্মে হাবিবা, উম্মে আয়মান, অনির্বাণ বড়ুয়া, অভিনব বড়ুয়া, আয়ুশ দাশগুপ্ত, অতন্দ্রিলা বড়ুগ্ম, সুমিত্র বড়ুয়া, নির্ঝর বড়ুয়া, প্রান্তিক আচার্য্য, প্রজ্ঞা আচার্য্য, প্রাচুর্য চৌধুরী, প্রিয়মা দাশ। এছাড়া বোধনের বড়দের মধ্যে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, সঞ্জয় পাল, পলি ঘোষ, লিমা চৌধুরী, পূর্ণা দাস। পুরো আয়োজনের সঞ্চালনায় ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল ও আবৃত্তিশিল্পী ঋত্বিকা নন্দী।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধশিক্ষার পরিবেশ বিঘ্নিত হলে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে