‘হেমন্তের ধুসর দিনে স্মৃতির পাণ্ডুলিপি’ শিরোনামে আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল বৃহস্পতিবার চেরাগিপাহাড়স্থ বৈঠকখানা মিলনায়তনে স্মৃতিকথা ও আবৃত্তি সন্ধ্যার আয়োজন করে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম। রণজিৎ রক্ষিত বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের দীর্ঘদিন সাধারণ সম্পাদক–সভাপতি এবং বোধন আবৃত্তি স্কুলের আমৃত্যু অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. চন্দন দাশ, আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী, মালবীকা দাশ, উৎপলকান্তি বড়ুয়া, আ. ফ. ম. মোদ্দাসের আলী, অ্যাড. নারায়ণ প্রসাদ বিশ্বাস, শিপ্রা দাশ, শিমুল নন্দী, রাজিউর রহমান বিতান, মুজাহিদুল ইসলাম। বক্তারা বলেন, রণজিৎ রক্ষিত ছিলেন একাধারে গুণী শিক্ষক, অভিনেতা, আবৃত্তিশিল্পী, সংগঠক ও রাজনীতিবিদ। মুক্তিযুদ্ধ এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ অনেক আন্দোলন সংগ্রামে সাংস্কৃতিক সত্তা তথা আবৃত্তি নিয়ে রাজপথে সরব ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোধনের সভাপতি আবদুল হালিম দোভাষ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিশাত আক্তার। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।