বোধনের আবৃত্তি অনুষ্ঠান ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’

| শুক্রবার , ২৫ সেপ্টেম্বর, ২০২০ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘জাগাও প্রাণের সুপ্ত শক্তি’র ৪১ তম পর্ব সরাসরি সম্প্রচারিত হয়েছে বোধনের ফেসবুক পেইজে। আবৃত্তিশিল্পী মাইনুল আজম চৌধুরীর সঞ্চালনায় বোধনের আমন্ত্রণে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী ইমরান সাগর ও পলি পারভীন এবং বোধনের আবৃত্তিশিল্পী আফরোজা নীরু, জাহেদুল ইসলাম ও পৃথুলা চৌধুরী। অনুষ্ঠানে ইমরান সাগর আবৃত্তি করেন সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা আমি কীরকমভাবে বেঁচে আছি, কেউ কথা রাখেনি, যদি নির্বাসন দাও, পাহাড় চূড়ায়, চে গুয়েভারার প্রতি এবং পলি পারভীন পরিবেশন করেন কবিতা শব্দ শ্রমিকরুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, উজান : ফয়জুল আলম পাপ্পু, ঈদুল আরা, দৌলতুন্নেসাতসলিমা নাসরিন, সিস্টেম লসরাম চন্দ্র দাস, জাতের বজ্জাতিকাজী নজরুল ইসলাম। বোধনের আফরোজা নীরু পরিবেশন করেন সন্ধ্যা ও প্রভাতরবীন্দ্রনাথ ঠাকুর, বারাঙ্গনাকাজী নজরুল ইসলাম, কৃষ্ণাসব্যসাচী দেব, ছবিআবু হেনা মোস্তফা কামাল, শুধু তোর কাছেমিনার মনসুর, বোতামআবিদ আজাদ। জাহেদুল ইসলাম পরিবেশন করেন অমলকান্তিনীরেন্দ্রনাথ চক্রবর্তী, ভালোবাসাশুভ দাশ গুপ্ত, পরিশুদ্ধ অমল প্রাণের ডাককায়সুল হক, সাহসহুমায়ূন আজাদ এবং পৃথুলা চৌধুরী আবৃত্তি করেন স্বাধীনতা উলঙ্গ কিশোরনির্মলেন্দু গুণ, ধর্মমোহরবীন্দ্রনাথ ঠাকুর, কৃষ্ণকলি মাহাতোসুবোধ সরকার, কত ভালোবাসিকামিনী রায়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইয়াছমিন পারভীন তিবরীজি সিডিএ’র নতুন সচিব
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতার আত্মহুতি দিবসে শ্রদ্ধাঞ্জলি