বোধনের আগস্ট এলিজি

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করে আগস্ট এলিজি শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। গতকাল শুক্রবার এনায়েত বাজার মহিলা কলেজের মিলনায়তনে আবৃত্তি কবিতা ও কথায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। শুরুতে কথা ও কবিতাপাঠে ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক কাজী মাহতাব সুমন, বোধনের সহসভাপতি সুবর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী। অর্ণব মহাজন সপ্তর্ষী ও ঋত্বিকা নন্দীর সঞ্চালনায় জাতির পিতার অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করেন বিপ্লব কুমার শীল ও শর্মিলা বড়ুয়া। এছাড়া লালসবুজের মানচিত্রে আপোষহীন বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তিতে অংশ নেন ইসমাইল চৌধুরী সোহেল, গৌতম চৌধুরী, সাজেদুল আনোয়ার, লিমা চৌধুরী, জসিম উদ্দিন, সুচয়ন সেনগুপ্ত, ডেইজি সেনগুপ্ত, ত্রয়ী দে, ঈশা দে, জলিল উল্লাহ, হাসিবুল ইসলাম শাকিল, সুহিতা দে, ইয়াস চৌধুরী, অপ্সরা বিপ্লব জুহি, অনুদীপ নাথ, সীমান্ত দে, অনুপমা দাশ, প্রজ্ঞা আচার্য্য, প্রান্তিক আচার্য্য, প্রত্যুষ বিশ্বাস, গৌরি দাশগুপ্তা, অগ্র বড়ুয়া বর্ণ, মেঘলা বড়ুয়া মেঘা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউচ্চারণ নাট্য সমপ্রদায়ের ৩৪ বছর পূর্তি অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা