নগরীর বহদ্দারহাট কাঁচা বাজারে বিভিন্ন ব্র্যান্ডের তেলের বোতলে খোলা তেল ভরে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মদিনা ট্রেডার্স নামের উক্ত প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম। একই অভিযানে তিনি মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আরো তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন। এরমধ্যে মেসার্স সালমা ট্রেডার্সকে ১০ হাজার টাকা, মফিজুরের দোকানকে ২ হাজার টাকাও রাসেলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম আজাদীকে বলেন, বাজার যাতে অস্থিতিশীল হয়ে না উঠে, সেজন্য আমরা অভিযানে নেমেছি। আজকের (গতকাল) অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির তেলের বোতলে ভরে খোলা তেল বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মোট চারটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছি। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্কও করা হয়েছে। তিনি বলেন, অভিযানে আমরা খোলা ও বোতলজাত সয়াবিন তেলের গোডাউনসহ তেল বিক্রির বিভিন্ন দোকানে বিশেষভাবে নজরদারি করেছি এবং মজুদদারির বিষয়ে সকল বিক্রেতাকে সতর্ক করেছি। গরুর মাংসের দোকানে গিয়েছেন জানিয়ে ম্যাজিস্ট্রেট বলেন, মূল্য তালিকা প্রদর্শন করার জন্য গরুর মাংসের দোকানদের বলে দেওয়া হয়েছে। অন্যথায় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।