বোতলে ভরা হচ্ছিল নোংরা পানি, হাতেনাতে ধরা ইভাইন ড্রিংকিং

| বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ at ১১:১৬ অপরাহ্ণ

পরিশোধন না করেই নোংরা বোতলজাত পানি বাজার জাত করায় চট্টগ্রামে ইভাইন ড্রিংকিং ওয়াটার নামের একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।

তিনি জানান, পরিশোধন না করেই নোংরা পানি বিশুদ্ধ হিসেবে বোতলে করে বাজারে বিক্রি করছিলো ইভাইন ড্রিংকিং ওয়াটার। এছাড়াও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স থাকায় সতর্কতামূলক ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে কারখানার মান উন্নয়নের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭৩ শিক্ষার্থী বহিষ্কার