বোটটিতে মিলল ৯৯৫ বস্তা ইউরিয়া,সিমেন্টসহ নানা পণ্য

পাচারকালে কোস্ট গার্ডের ধাওয়া, পারকিতে ধরা

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:০০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরের বহির্নোঙর দিয়ে পাচারকালে বিপুল পরিমাণ ইউরিয়া সার ও সিমেন্টসহ নানা সামগ্রী জব্দ করেছে কোস্ট গার্ড। গত সোমবার রাত ১১টার দিকে বহির্নোঙরের ২ নং বয়ার কাছে সন্দেহজনক একটি কাঠের বোটকে ধাওয়া করে পারকি সৈকত এলাকায় জব্দ করা হয়। পরে বোট তল্লাশি করে সামগ্রীগুলো জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল ২ নম্বর বয়ার কাছে একটি কাঠের বোটকে থামার সংকেত দেয়। কিন্তু বোটের চালক সংকেত অমান্য করে পারকি সৈকতের দিকে চলে যায়। পারকি সৈকতের কাছে মালামালসহ বোটটি রেখে পাচারকারী চক্রের সদস্যরা দ্রুত পালিয়ে যায়। পরে বোটে তল্লাশি করে ৯৯৫ বস্তা ইউরিয়া সার, ৫৪ ব্যাগ সিমেন্ট, ৮৪ লিটার পেইন্ট ও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীসহ বোটটি জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল ও বোটটি চট্টগ্রাম কাস্টমসের নিকট হস্তান্তর করা হয় বলে কোস্টগার্ড জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভিটেবাড়ির উচ্ছেদ ঠেকাতে রাস্তায় ২০ হাজার মানুষ
পরবর্তী নিবন্ধ৩৮ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার