বৈষম্য রোধে কর্মক্ষেত্রে নারী-পুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডারদের যুক্ত করতে হবে

পরামর্শ সভায় চট্টগ্রাম সিভিল সার্জন

| শুক্রবার , ২ জুন, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

স্থানীয় পর্যায়ে ট্রান্সজেন্ডার ও হিজড়া জনগোষ্ঠীর ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিতকরণে এক পরামর্শ সভা গত বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়েছে। মো. আলআমিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী। তিনি বলেন, সমাজে বৈষম্য রোধ করতে চাইলে নারীপুরুষের পাশাপাশি ট্রান্সজেন্ডারদের নিয়ে আসতে হবে। এমন কর্মক্ষেত্র তৈরি করতে হবে, যেখানে ট্রান্সজেন্ডাররা সহজে যুক্ত হতে পারবে।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি বিল্ডিং অ্যাকসেস টু জাস্টিস এন্ড লিগাল সাপোর্ট ফর জেন্ডার ডাইভার্স কমিউনিটি ইন বাংলাদেশ’ স্লোগান কে প্রতিপাদ্য করে এতে বিশেষ উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক মো. ফরিদুল আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন উম্মে ফারহানা জারিফ কান্তা। সভাপতিত্ব করেন সূর্যের আলো হিজরা সংস্থার সভাপতি ফাল্গনী হিজড়া। সংশ্লিষ্ট ট্রান্সজেন্ডার হিজরা ও লিঙ্গ বৈচিত্র্যময় ব্যক্তিরা এ সময়ে বিভিন্ন প্রশ্ন ও আলোচনা করেন। ট্রান্সজেন্ডার ও হিজড়াদের প্রবেশাধিকার নিশ্চিতকরণ শিক্ষা, চিকিৎসা ও সামাজিক বৈষম্য বিষয়গুলো তুলে ধরেন। ফাল্গুনী হিজরা বলেন, ট্রান্সজেন্ডারদের সমাজে বৈষম্যমূলকভাবে দেখা হয়। তিনি রাষ্ট্রীয়ভাবে এই বৈষম্য সমাধানের জন্য দাবি জানান। এসময় বক্তব্য রাখেন জসিম উদ্দিন মিঠু ও শামিমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট পিএমই বিভাগের বিদায় অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধসিআইইউতে মাতৃস্বাস্থ্য বিষয়ক সেমিনার