বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাইমনের পরিবারকে সন্দ্বীপ বিএনপির অনুদান

সন্দ্বীপ প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ আগস্ট, ২০২৪ at ৮:০৭ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ১৮ জুলাই চট্টগ্রামের বহাদ্দারহাট এলাকায় অবস্থান কর্মসূচি চলাকালে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের বাসিন্দা সাইমন। যদিও তিন দিন লাশ চট্টগ্রাম মেডিকেলের মর্গে বেওয়ারিশ হিসেবে পরে ছিল। ২০ জুলাই সাইমনের স্বজনরা মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গত ৬ আগস্টও দেখা করেছিলেন শহীদ পরিবারের সাথে। সেসময় তারা ঘোষণা দিয়েছিলেন দলের পক্ষ থেকে তারা সবসময় আর্থিক ও মানসিক সাহায্য নিয়ে সাইমনের পরিবারের পাশে থাকবেন। তারই অংশ হিসাবে সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নের বিএনপির পক্ষ থেকে বুধবার দুপুরে আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয় সাইমনের পরিবারের কাছে। জহিরুল ইসলাম জন্টু, জসিম সওদাগর, ইমতিয়াজ, ইয়াসিন, শামীমের নেতৃত্বে বাউরিয়া ইউনিয়ন বিএনপির একটি প্রতিনিধি দল অনুদান হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, আজমত আলী বাহাদুর, জাহাঙ্গীর হোসেন, নাছিরুল মনির তালুকদার, সোলাইমান বাদশা, হাসানুজ্জামান মামুন চেয়ারম্যান, ফছিউল আলম রহিম, আলাউদ্দিন, আনিস আকতার টিটু, সাইফুদ্দিন কবির শিমুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিতে প্রবেশ এবং অবসরের বয়সসীমা প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জন্ম ও মৃত্যু তারিখ সংশোধনে অতিরিক্ত টাকা নিলে আইনানুগ ব্যবস্থা