বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আগামী নির্বাচনে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে

দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে দায়িত্বশীল সমাবেশে ভারপ্রাপ্ত আমীর

| রবিবার , ১৫ জুন, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশ গত ১৩ জুন ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের আমীর আবুল কালাম আজাদের সভাপতিত্বে নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ ও গাজী হয়েছেন তাদের সব সময় স্মরণে রাখতে হবে। তাদের স্বপ্ন ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় জামায়াত মনোনীত প্রার্থীদের আগামী নির্বাচনে বিজয়ী করতে হবে। দায়িত্বশীল সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্লাস্টিক দিন, বীজ নিন ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধজাতীয় নীতি নির্ধারণে স্টেকহোল্ডারদের সম্পৃক্ততা আবশ্যক