বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে

লিফলেট বিতরণ কর্মসূচিতে নাজিমুর রহমান

| বুধবার , ৮ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৩ পূর্বাহ্ণ

আগ্রাবাদ বাদামতলী মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশে বর্তমানে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। জনগণ বিগত ৩ টি জাতীয় নির্বাচনে তাদের ইচ্ছে অনুযায়ী ভোট দিতে পারেননি। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণের সরকার প্রতিষ্ঠিত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতেই হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চট্টগ্রাম মহানগর আহবায়ক সাবেক ছাত্রনেতা মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সভাপতিত্বে ও কাইয়ুম হোসেন রিপনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বন্দর থানা, ২৭, ২৮, ৩৬ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় নির্বাহী কমিটির যোগাযোগ বিষয়ক সম্পাদক

মো. মোশারফ হোসাইন, চট্টগ্রাম মহানগর যুগ্ম আহবায়ক মো. সালাহ্‌ উদ্দিন, যুগ্ম আহবায়ক নূরুদ্দিন চৌধুরী, যুগ্ম আহবায়ক ওসমান গণি, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, সদস্য শাহাদাত হোসেন রাজীব প্রমুখ। কর্মসূচিতে গুরুত্বপূর্ণ বাদামতলী মোড়ের দুই পাশের দোকান, লাকী প্লাজাসহ বিভিন্ন শপিং মল ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধমানবতার সেবা সবচেয়ে বড় এবাদত