বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে কাজ করে যেতে হবে

সীতাকুণ্ড বিএনপির প্রস্তুতি সভায় আসলাম চৌধুরী

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আগামী ৫ আগস্ট ‘জুলাই বিপ্লব’ দিবস উপলক্ষে সীতাকুণ্ডে আয়োজিত কর্মসূচিকে সফল করতে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফৌজদারহাট স্টেশনস্থ আসলাম চৌধুরী বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মহিউদ্দিন ও পৌর বিএনপির সদস্য সচিব সালেহ আহমেদ সলুর যৌথ সঞ্চালনায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী বলেন, জুলাই বিপ্লব শুধু একটি তারিখ নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকারের সংগ্রামের প্রতীক। ফ্যাসিস্টের পতন নিশ্চিতে দীর্ঘ ধারাবাহিক আন্দোলনের ফসল জুলাই অভ্যুত্থান। ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টায় স্বৈরাচার মুক্ত স্বদেশে আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সাধারণ ছাত্রজনতা যুক্ত হয়ে এ আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছিলো। এখানে কারো অবদানকে অস্বীকার করার সুযোগ নেই। এখন দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এ ষড়যন্ত্র রুখে দিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে কাজ করে যেতে হবে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোরসালিন, কামাল উদ্দিন, আবুল বশর ভুইয়া, নুরুল আনোয়ার, শামসুল আলম আজাদ, নুরুদ্দিন জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা আবুল মনসুর, এস এম লোকমান হাকিম, জিতেন্দ্র নারায়ন নাটু, নার্গিস আক্তার, অ্যাড রওশন আরা, নাজমুন নাহার নেলী, রবিউল হক, আরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, সাহাবুদ্দিন রাজু, খোরশেদ আলম মেম্বার, মো. লোকমান, মো. বেলাল, মাওলানা ইসমাইল, মো. নাছিম, আব্দুল হান্নান, মাসুদা আক্তার, আবু সালেক, অমলেন্দ কনক, জিয়া উদ্দিন, আলাউদ্দিন মনি, হেলাল উদ্দিন বাবর, মামুন রেজা, কাজী সেলিম, কোরবান আলী সাহেদ, ইসমাইল হোসেন, রিফাত, ইউনিয়ন বিএনপি নেতা কাজী এনামুল বারী, মো. জাহাঙ্গীর, খ ম নাজিম উদ্দিন, জাফর আহমেদ ভুঁইয়া, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, আকবর হোসেন, সরোয়ার কামাল, আবুল কালাম আজাদ, মো. রাসেল, সালামত উল্লাহ, ইদ্রিস মিয়া, ইদ্রিছ মনি, সাহাবুদ্দিন, নাজিমুদ্দোলা, শেখ সাহাবুদ্দিন, নবী চৌধুরী, মুক্তিযোদ্ধা মহরম আলী, আবুল কাশেম, জাহেদুল হাসান, নুরুল আবসার, নুরুল আলম বাবুল, নুর মোস্তাফা, জামশেদুল, আলাউদ্দিন, সাজ্জাদ হোসেন রফিক, আবু বক্কর প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালী থানা বিএনপির বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা