সরকারি কলেজ শিক্ষকদের জন্য ২০১৮ বিধিমালায় বিদ্যমান ‘বৈষম্য’ দূরীকরণ করার জন্য গত মঙ্গলবার বৈষম্যবিরোধী শিক্ষক–কর্মচারীদের পক্ষে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ক্যাডার–নন ক্যাডার দ্বন্দ্বের অবসান, পে–প্রটেকশনের মাধ্যমে শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণ, স্থায়ীকরণ, বদলি, পদোন্নতি, প্রাতিষ্ঠানিক ত্রুটির কারণে যাচাই–বাছাইয়ে আটকে পড়া শিক্ষক–কর্মচারীদের দ্রুত আত্তীকরণ ও কার্যকর চাকরিকাল বিষয়ে সন্তোষজনক সমাধানের জন্য জোর দাবি জানানো হয়। এছাড়া দ্রুত বকেয়া বেতন প্রাপ্তি, উপযুক্ত পদসোপান তৈরিসহ বিভিন্ন বিষয়ে দ্রুত কার্যকর সমাধান চাওয়া হয়।
বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষক–কর্মচারীদের পক্ষে মোহাম্মদ শামীম উদ্দিন সুজন, মো. আল–মামুন, মো. আতিক উল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম, মামুনুর রশীদ, মো. জহিরুল ইসলাম প্রমুখ।