বৈষম্যবিরোধী ব্যানারে পৃথক বিক্ষোভ মিছিল সংবাদ সম্মেলন

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাস খোলাকে কেন্দ্র করে ক্যাম্পাসে হামলা এবং ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি পক্ষ দাবি করেছে পলিটেকনিকে হামলা করেছে ছাত্রদল। আরেকটি পক্ষ দাবি করেছে হামলা করেছে শিবিরের কর্মীরা। এ নিয়ে গতকাল বিকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে একটি পক্ষ।

গতকাল শুক্রবার বিকেলে ষোলশহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি দুই নম্বর গেট ঘুরে আবার ষোলশহরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে বহিরাগত ছাত্রদলের হামলায় তাদের অন্তত ৮ জন আহত হয়েছেন। সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় যারা জড়িত সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, শাস্তি নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে প্রশাসন হোস্টেল খোলার জন্য রাজি হয়। কিন্তু ছাত্রদল হোস্টেল না খোলার জন্য চাপ দেয় প্রশাসনকে। এ জন্য প্রশাসন তালিকা প্রকাশ করেনি। সমাবেশে চট্টগ্রাম জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ইবনে হোসাইন, চবি সমন্বয়ক ফজলুল হক শ্রাবণ, আবু ওবায়দাহ, আদনান শরিফ, চট্টগ্রাম পলিটেকনিক সমন্বয়ক ফাহিম, শিক্ষার্থী আল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজ উদ্দীন, আহমেদ সাঈদ, আরমান শাহরিয়ার, তৌহিদুল ইসলাম, মহসিন কলেজ সমন্বয়ক এজিএম বাপ্পীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা উপস্থিত ছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি শুক্রবার শিক্ষার্থীদের ষোলশহরের এ সমাবেশকে সমর্থন দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি হামলায় ও দখলে জড়িতদের শাস্তির দাবি জানান। অপরদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ গতকাল শুক্রবার চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি নেই বলে ফেসবুকে পোস্ট করেন। এ পোস্টে তিনি মন্তব্যের ঘর নিষ্ক্রিয় করে রাখেন।

অপরদিকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে হামলার প্রতিবাদ জানিয়ে নগরের পলিটেকনিক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে আরেকটি পক্ষ। এতে অংশ নেন চট্টগ্রাম জেলা সমন্বয়ক ওমর ফারুক, জাতীয় বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মোহাম্মদ সাইদ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সমন্বয়ক মোহাম্মদ সাব্বির, নাহিদুল হাই সাজ্জাদসহ চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলন: এর আগে বিকাল তিনটায় পলিটেকনিকে মিছিলকারীরা সংবাদ সম্মেলন করে এ ঘটনার বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে পলিটেকনিকের শিক্ষার্থী মো. সাব্বির বলেন, ১১ নভেম্বর ছাত্রাবাস খোলার জন্য নোটিশ দেয় কর্তৃপক্ষ। যারা উঠবে তাদেরকে তিন হাজার টাকা দিতে হবে প্রথমে খাট, পড়ার, টেবিল, চেয়ার ফ্যান, সবকিছু আমাদের থেকে নিয়ে আসার নির্দেশ দেয়। নোটিশ দেখে আমরা কলেজ প্রশাসনের দ্বারস্থ হলে অধ্যক্ষ কিছু করার নাই বলে আমাদের বের করে দেন এবং বলেন যারা নিয়ম মানতে পারবে তারাই হলে উঠবে। এ বিষয়ে আমরা ডিসির দ্বারস্থ হলে তিনি অধ্যক্ষকে আমাদের সাথে আলোচনা করার নির্দেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা কেন্দ্রের মতবিনিময়
পরবর্তী নিবন্ধসালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত