বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাইমনের পরিবারকে অনুদান

বিদ্যুৎ সংযোগ, রাস্তা পাকা ও চাকরি প্রদানের প্রতিশ্রুতি সন্দ্বীপ উপজেলা প্রশাসনের

সন্দ্বীপ প্রতিনিধি | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৪৭ পূর্বাহ্ণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে শহীদ সন্দ্বীপের হারামিয়া ইউনিয়নের বাসিন্দা সাইমনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে সন্দ্বীপ উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার বিকালে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্যাহ, উপজেলা প্রকৌশলী আবদুল আলিম, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলমের একটি প্রতিনিধি দল সাইমনের পরিবারের হাতে নগদ এক লাখ টাকা তুলে দেন।

এসময় নিহত সাইমনের মাতা রহিমা বেগম গত ১৮ জুলাই তার সন্তানের সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরেন। নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে ফেলেছেন উল্লেখ করে রহিমা বেগম সন্দ্বীপ উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান, তাদের পরিবারের প্রতি সহযোগিতা হাত যেন প্রসারিত করে। নিজের জরাজীর্ণ ঘরটা যেন মেরামত করে দেয় সে অনুরোধ করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, শহীদ সাইমনের ভাই বা নিকট আত্মীয়দের কেউ যদি চাকরি করতে চাই তার যোগ্যতা অনুযায়ী সে ব্যবস্থা করবে বলে তাদের মাধ্যমে জানিয়েছেন জেলা প্রশাসক। এছাড়া সাইমনের ঘরে বিদ্যুৎ সংযোগ ও বাড়ির রাস্তা পাকা করে দেয়ারও প্রতিশ্রুতি দেন ইউএনও।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনার বিচার দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে ছাত্র সমাজের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল