বৈষম্যবিরোধী ও নাগরিক কমিটির নতুন দলের ঘোষণা শুক্রবার

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

সরকার পতন আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে গঠিত জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে শুক্রবার। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের সামনে থেকে আত্মপ্রকাশের আগে দলটির নাম প্রকাশ করা হবে। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার সন্ধ্যায় বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে গত কয়েক দিন থেকে আলোচিত এ দল ঘোষণার দিনক্ষণ তুলে ধরেন সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ঐক্যবদ্ধভাবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৩টায় জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এই দেশের ১৮ কোটি মানুষের আশাআকাঙ্ক্ষার প্রতীক জাতীয় সংসদকে সামনে রেখে আমরা আমাদের আত্মপ্রকাশের শপথটি করতে চাই।’ নতুন দলের নাম প্রসঙ্গে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অনেকগুলো প্রস্তাব এসেছে। জনতার দল, নতুন বাংলাদেশ পার্টি, বিপ্লবী দল, নাগরিক শক্তি, ছাত্র জনতা পার্টি, বাংলাদেশ বিপ্লবী পার্টি, রিপাবলিক পার্টি, জাতীয় শক্তিসহ ৩০টির অধিক নাম ঘুরে ফিরে এসেছে। আত্মপ্রকাশের আগে চূড়ান্ত নামটা আমরা জানাব।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনকল্পে সার্কিট হাউজে মতবিনিময়
পরবর্তী নিবন্ধবৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে খাদে পড়ল পাথর বোঝাই ট্রাক