বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, লোহাগাড়ায় ইউপি সদস্য বক্কর আটক

লোহাগাড়া প্রতিনিধি | বুধবার , ৫ নভেম্বর, ২০২৫ at ১১:৪৭ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাশাবি রেস্টুরেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড মুন্সি পাড়ার বাসিন্দা মোহাম্মদ গনির পুত্র ও একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ২ টি মামলার এজাহারভুক্ত আসামি আবু বক্কর। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রে ৩৮ হাজার গ্যালন জ্বালানি নিয়ে কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭
পরবর্তী নিবন্ধমামদানি কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন?