বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে মহানগর কল্যাণ ফ্রন্টের প্রদীপ প্রজ্বলন

| বুধবার , ২১ আগস্ট, ২০২৪ at ১০:৫৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার কোটা আন্দোলনে গণহত্যার প্রতিবাদে ও আন্দোলনে শহীদদের স্মরণে বাংলাদেশ হিন্দুবৌদ্ধখ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগরের উদ্যোগে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গত ১৯ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল। মহানগরের আহ্বায়ক অধ্যাপক ঝন্টু বড়ুয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বাপ্পী দে এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা হিন্দুবৌদ্ধখ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব জুয়েল চক্রবর্তী, মহানগরের যুগ্ম আহ্বায়ক দিপক চৌধুরী কালু, সুজন দাশ, সুমন ঘোষ বাদশা, বাবলু দেবনাথ, দিলীপ মিত্র, রুবেল বড়ুয়া, অসীম বণিক, ইঞ্জিনিয়ার সুব্রত সেন, মিথুন কান্তি দাশ, রিপন দেব, বিক্রম দাশ, সদস্য সঞ্জয় ধর সন্‌জু, রাজু দাশ, জীবন মিত্র রাজ, সুকান্ত মজুমদার, প্রান্ত বসাক, সাজু দাশ, নয়ন নাথ প্রমুখ। প্রধান অতিথি বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু ২০২৪ সালের ছাত্র জনতার মুক্তির আন্দোলন দেখেছি। তিনি আধুনিক সমৃদ্ধশালী দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি হানাহানি বিভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শেষে মৌন মিছিল ও সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে জামায়াতের কারামুক্ত নেতা-কর্মীদের গণসংবর্ধনা